Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Ek Nazar-e Upazila Parishad
Attachments
এক নজরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
উপজেলার নামকরণ ঃ
    নবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক-বৃটিশ আমলে এ অঞ্চলে ছিল নবাবদের বিহারভূমি হল এর অব¯’ান ছিল বর্তমান দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্র ও পারিষদসহ এখানে শিকার করতে আসতেন বলে এ ¯’ানের নাম হয় নবাবগঞ্জ। বলা হয়ে থাকে যে, বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সরফরাজ খাঁ (১৭৩৯-১৭৪০) একবার শিকারে এসে যে ¯’ানটিতে ছাউনি ফেলেছিলেন তা-ই পরে নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে উঠে। তবে অধিকাংশ গবেষকের মতে, নবাব আলীবর্দী খাঁর আমলে (১৭৪০-১৭৫৬) নবাবগঞ্জ নামকরণ হয়। নবাবগঞ্জ এর সঙ্গে চাঁপাই যুক্ত হওয়ার পেছনে কিংবদন্তী রয়েছে। সদর উপজেলার অনতিদূরে বর্তমানে গোবরাতলা ইউনিয়নের অর্ন্তভুক্ত মহেশপুর নামে একটি গ্রাম রয়েছে। নবাব আমলে এই অঞ্চলে চম্পাবাঈ নামে এক নৃত্যশিল্পী বাস করতেন। তাঁর নামানুসারে ওই ¯’ানের নামকরণ করা হয় ‘চাঁপাই’। চাঁপাই গ্রামেই প্রথম ডাকঘর ¯’াপিত হয়। এই ডাকঘরের ‘চাঁপাই’ নামের সঙ্গে নবাবগঞ্জ যুক্ত করে উপজেলার নাম “চাঁপাইনবাবগঞ্জ” করা হয়।
উপজেলার ভৌগোলিক অব¯’ান ঃ
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তরে- নাচোল ও শিবগঞ্জ উপজেলা, দক্ষিণে- ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে- রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলা এবং পশ্চিমে- শিবগঞ্জ উপজেলা।
বর্তমান উপজেলার ইতিহাস ঃ
    চাঁপাইনবাবগঞ্জ সদর ১৮৯৯ সালে থানা এবং ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয়। উপজেলায় ১৪টি ইউনিয়ন, ১২০টি মৌজা, ২০৩টি গ্রাম এবং ১৫টি ওয়ার্ড বিশিষ্ট একটি পৌরসভা (¯’াপিত- ১৯০৩) রয়েছে।
উপজেলার আবহাওয়া ঃ
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আবহাওয়া চরমভাবাপন্ন। গ্রীষ্মের সময় প্রচন্ড গরম এবং শীতের সময় এখানে প্রচন্ড শীত অনুভূত হয়। উপজেলার সর্বো”চ তাপমাত্রা- ৪০.৪১০ সেন্টিগ্রেড, সর্বনি¤œ- ৬.৬২০ সেন্টিগ্রেড। বার্ষিক মোট বৃষ্টিপাত ১৮৬২ মিলিমিটার।
উপজেলার সংস্কৃতি ঃ
    চাঁপাইনবাবগঞ্জ লোকসংস্কৃতি সমৃদ্ধ জনপদ। এখানকার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির উপাদান গম্ভীরাগান হাজার বছরের ঐতিহ্য ধারন করে আছে। এছাড়া আলকাপ গান, কবিগান, কাহানী, ভাসানযাত্রা এ উপজেলার সমৃদ্ধ সংস্কৃতি। মৃৎশিল্প, নকশীকাাঁথা, কাঁসা, পিতল, লাক্ষা এবং মাটির তৈরী দ্বিতল ভবন অন্যান্য অঞ্চলের সংস্কৃতি থেকে এ উপজেলাকে অনন্য স্বাতন্ত্র দিয়েছে। উপজেলার বিস্তীর্ণ এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল, ওবাওঁ, মাহাতো, মুন্ডাদের নিজস্ব সংস্কৃতি এ উপজেলাকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক উত্তরাধিকার।
উল্লেখযোগ্য ¯’াপনা ঃ
    * চাঁপাই জামে মসজিদ, * মাঝপাড়া মসজিদ, * হযরত বুলন্দ শাহ (রঃ) মাজার, * বাবুডাইং পিকনিক কর্নার, * জোড়ামঠ
উপজেলার সার্বিক তথ্যাদি ঃ
ক্স    সংসদীয় নির্বাচনী এলাকা ঃ ৪৫ চাঁপাইনবাবগঞ্জ- ৩    ক্স    আয়তন ঃ ৪৫১.৮০ বর্গ কিলোমিটার
ক্স    জনসংখ্যা ঃ ৫,৫৩,৩৮৩ জন
ক্স    পুরুষ ঃ ২,৬৫,৫৫৬, মহিলা ঃ ২,৮৭,৮২৭    ক্স    জনসংখ্যার ঘনত্ব ঃ ১১৭৪ জন প্রতি বর্গকিলোমিটারে
ক্স    জন্ম হার ঃ ১.৫৮% (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
ক্স    সরকারী হাসপাতাল ঃ ১টি
ক্স    ইউনিয়ন স্বা¯’্য কমপ্লেক্স ঃ ১৪ টি
ক্স    কমিউনিটি ক্লিনিক ঃ ৩৬ টি (চালু- ২৬টি)    ক্স    ভূমি অফিস ঃ ১৫টি (ইউনিয়নে- ১৪টি, পৌরসভায়- ১টি)
ক্স    হাট-বাজার ঃ ২৬টি (ইউনিয়নে- ১৮টি, পৌরসভায়- ৮টি)
ক্স    ফেরীঘাটের সংখ্যা ঃ ১৮টি
ক্স    ব্যাংক ঃ ১৩ ব্যাংকের ১৭টি শাখা
ক্স    পোস্ট অফিস ঃ ১৫টি    ক্স    রেল স্টেশনের সংখ্যা ঃ ২টি
ক্স    কেন্দ্রীয় বাস টার্মিনাল ঃ ১টি
ক্স    অনার্স ও ডিগ্রী কলেজ ঃ সরকারী- ২টি, বেসরকারী- ৬টি
ক্স    উ”চ মাধ্যমিক কলেজ ঃ ৭টি
ক্স    মাধ্যমিক উ”চ বিদ্যালয় ঃ সরকারী-২টি, বেসরকারী- ১৬টি
ক্স    মাদ্রাসা ঃ ৩৩টি
ক্স    প্রাথমিক বিদ্যালয় ঃ সরকারী- ১২৯টি, বেসরকারী- ৭৮টি    ক্স    পলিটেকনিক ইনস্টিটিউট ঃ ১টি
ক্স    টেকনিক্যাল স্কুল ও কলেজ ঃ সরকারী- ১টি, বেঃসরঃ- ৩টি    
ক্স    পিটিআই ঃ ১টি,
ক্স    ভকেশনাল ইনস্টিটিউট (টেক্সটাইল) ঃ ১টি
ক্স    টিচার্স ট্রেনিং সেন্টার (টিটিসি) ঃ ১টি
ক্স    উপজেলার শিক্ষার হার ঃ ৪৬.৩%
ক্স    পুরুষ ঃ ৪৪.৮%
ক্স    মহিলা ঃ ৪৭.৭%    ক্স    জীবিকা ঃ কৃষি কাজ- ২৭.৪৩%, কৃষি শ্রমিক- ১৯.৮৭%, অকৃষি শ্রমিক- ৬.৪৬%, ব্যবসা- ১৮.৬৯%, চাকুরী- ৬.২৮%, নির্মাণ- ৫.৭৭%, শিল্প- ১.৫২%, পরিবহণ- ১.৮%, এবং অন্যন্য- ১২.২২%
ক্স    প্রধান শিল্প কারখানা ঃ ম্যাঙ্গো পাল্প, ফুড প্রসেসিং ইত্যাদি।    ক্স    নদ-নদী ঃ পদ্মা, মহানন্দা ও পাগলা
ক্স    কুটির ও হস্তশিল্প ঃ রেশম, নকশীকাঁথা, তামা, কাঁসা, পিতল, মৃৎ শিল্প, কম্বল শিল্প, বিড়ি, বাঁশের কাজ ইত্যাদি।    ক্স    প্রধান কৃষি ফসল ঃ ধান, মাষকলাই, গম, আখ
ক্স    ফল ঃ আম, কাঁঠাল, লিচু, পেঁপে, কুল, পেয়ারা।
ক্স    উপজেলার এলজিইডি’র আওতায় মোট সড়কের দৈর্ঘ্য ঃ ৭১১ কিঃমিঃ <উপজেলা সড়ক- ৬৬.৬৫ কিঃমিঃ (কাঁচা- ৪৬.৩৯ কিঃমিঃ, পাকা- ২০.১৬ কিঃমিঃ, ইউনিয়ন সড়ক- ১১৭.৪২ কিঃমিঃ (কাঁচা- ৪৯.৯০কিঃমিঃ, পাকা- ৬৭.৫১ কিঃমিঃ, গ্রাম সড়ক- ৫২৭.২৬ কিঃমিঃ (কাঁচা- ৪৬০.০৬কিঃমিঃ, পাকা- ১৪০.৫৮ কিঃমিঃ>