Wellcome to National Portal
Main Comtent Skiped

List of Services

জনগনের প্রদত্ত সেবা সমূহঃ    

 

(১)    নির্মাণ সামগ্রীর ল্যাবরেটরী টেষ্ট সম্পাদন ও যান্ত্রিক উপায়ে দৃঢ়করন।

 

(২)    জেলা ও উপজেলা বেজ ম্যাপ, রোড ম্যাপ নির্ধারিত মূল্যে বিক্রয় ।

 

(৩)    সেচনালা নির্মাণের মাধ্যমে এলাকার কৃষি, মৎস্য ও পশু সম্পদের উন্নয়ন।

 

(৪)    পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন ও ক্ষুদ্র্ ঋন কার্যক্রমে সহযোগিতা।

 

(৫)    গ্রামীন যোগাযোগ ব্যবস্থার  উন্নয়ন।

 

(৬)    দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন।

 

(৭)    বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষাকরন।

 

(৮)    সড়ক নিরাপত্তা বিষয়ে জনগনকে উদ্বুদ্ধকরন এবং চালকদের প্রশিক্ষণ।

 

(৯)    নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন।

 

(১০)  সাসটেইনেবল রুরাল এনার্জি।